নিউজিল্যান্ডে শেষ ম্যাচেও জিতল যুবারা

প্রকাশ: অক্টোবর ১৪, ২০১৯

বড় জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে তারা ৭৩ রানে হারায় কিউই যুবাদের। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩১৬ রান তোলে বাংলাদেশ। ৩১৭ রানের টার্গেটে স্বাগতিকরা ২৪৩ রানে গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরবে যুবারা।

বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান সিরিজে চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন। ৫৯ বলে ৭১ রানের ইনিংস খেলে তিনিই দলের সংগ্রহকে বড় করতে সাহায্য করেন। এছাড়া পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন ও অভিষেক দাস তিনজনই কাকতালীয়ভাবে করেন সমান ৪৮ রান! এ চারজনের ব্যাটে ভর দিয়ে বাংলাদেশ পেয়ে যায় তিনশোর্ধ্ব রানের সংগ্রহ।

এরপর বল হাতে উজ্জ্বল বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। ৪৩ রানে ৫ উইকেট নিয়ে তিনিই নিউজিল্যান্ডকে ২৪৩ রানে বেঁধে ফেলতে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া রকিবুল হাসান দুটি এবং শামীম হোসেন, তানজিম হাসান ও অভিষেক একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩১৬/৮ (তানজিদ ৭১, পারভেজ ৪৮, শাহাদাত ৪৮, অভিষেক ৪৮*; ফার্গাস লেলম্যান ২/১২)। নিউজিল্যান্ড: ৪৩.৪ ওভারে ২৪৩/১০ (ফার্গাস লেলম্যান ৫৬, জক ম্যাকেঞ্জি ৪৭; শরিফুল ৫/৪৩, রকিবুল ২/৫৫)। ফল: বাংলাদেশ ৭৩ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ৪-১-এ জয়ী। ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫