আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে ল্যাবএইডে সেবা সপ্তাহ

প্রকাশ: অক্টোবর ১৪, ২০১৯

স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উদযাপনে বিশেষ সেবা সপ্তাহ পালন করছে স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতের প্রতিষ্ঠান ল্যাবএইড। চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনাসহ স্বাস্থ্যসেবার সামগ্রিক সূচকে সুনির্দিষ্ট মান অর্জনের প্রেক্ষাপটে সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডারসের আন্তর্জাতিক শাখা ল্যাবএইডকে এ স্বীকৃতি দেয়। এ অর্জনের বিষয়টি উদযাপনে ১২ থেকে ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ও ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালসহ সারা দেশে ল্যাবএইড ডায়াগনস্টিকের ২৯টি শাখায় চলছে বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ। ধানমন্ডির ল্যাবএইড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে স্বীকৃতি উদযাপন ও সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। এতে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীমসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫