কাশ্মীরের অবস্থা স্বাভাবিক হতে চার মাস লাগবে —নরেন্দ্র মোদি

প্রকাশ: অক্টোবর ১৪, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

জম্মু ও কাশ্মীরের অবস্থা স্বাভাবিক হতে চার মাস লাগবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৫ আগস্ট স্বায়ত্তশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার। এরপর সেখানে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করা হয়। খবর রয়টার্স।

মহারাষ্ট্রের একটি র্যালিতে মোদি বলেন, জম্মু ও কাশ্মীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। প্রসঙ্গত, ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটি নিজেদের বলে মনে করে পাকিস্তান।

আগস্টে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পাশাপাশি সেখানে বিপুল সৈন্য মোতায়েন করে মোদি সরকার। প্রতিবাদ দমনে জারি করা হয় কারফিউতুল্য কড়াকড়ি। এছাড়া চলাফেরা ও যোগাযোগেও বিঘ্ন তৈরি করেছে ভারত সরকার। তবে এরই মধ্যে চলাফেরা কিছুটা স্বাভাবিক হলেও মোবাইল ও ইন্টানেট সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। তবে আজ থেকে কোনো কোনো জায়গায় মোবাইল সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫