হংকং বিক্ষোভ : বন্ধ হয়ে গেছে ১০০ রেস্টুরেন্ট

প্রকাশ: অক্টোবর ১৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

হংকংয়ের ফিন্যান্সিয়াল সেক্রেটারি পল চ্যান জানিয়েছেন, কয়েকমাস ধরে চলা বিক্ষোভের কারণে হংকংয়ে প্রায় ১০০টি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। খবর ব্লুমবার্গ।

চ্যান জানিয়েছেন, রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় হাজার লোক চাকরি হারিয়েছে। তবে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

চ্যান বলেছেন, অনেক রিটেইলার নিজেদের স্টোর কিংবা কর্মী সংখ্যা কমিয়েছে। অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে অনেকগুলো খেলা বিনোদন আয়োজন বাতিল করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫