দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট

প্রকাশ: অক্টোবর ১৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

৪২ দিন ছুটির পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ। সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি আদালতের অবকাশকালীন ছুটির কারণে সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত বন্ধ ছিল সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম। তবে সময়ে জরুরি মামলাসংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। খবর বাসস।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের আজ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদক বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল . মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৩ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরে লনে সৌজন্য সাক্ষাৎ হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫