এনএসইউ ও ইউপিএলের যৌথ উদ্যোগে অনুবাদ কর্মশালা

প্রকাশ: অক্টোবর ১৩, ২০১৯

দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের (ডিইএমএল) যৌথ উদ্যোগে ১১ অক্টোবর দুই মাসব্যাপী একটি অনুবাদ কর্মশালার উদ্বোধনী ও প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এ আয়োজনের উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন ডিইএমএলের চেয়ারম্যান ড. কায়সার ভূঁইয়া, অধ্যাপক ড. আবদুস সেলিম, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস এবং ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন। এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন ইউপিএলকে ধন্যবাদ জানান। তিনি বাংলা ভাষায় অনুবাদের গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন। ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন বলেন, দক্ষ অনুবাদ সংকটের কারণেই তারা এ আয়োজন করতে উদ্যোগী হয়েছেন। এ উদ্যোগে সঙ্গী হওয়ার জন্য তারা এনএসইউকে ধন্যবাদ জানান। ড. কায়সার ভূঁইয়া ভবিষ্যতে এমন উদ্যোগ আরো আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫