চিত্রশিল্পী জেএমডব্লিউ টার্নারের সম্মানে ইংল্যান্ডের নতুন ২০ পাউন্ডের নোট

প্রকাশ: অক্টোবর ১৩, ২০১৯

নতুন ২০ পাউন্ডের একটি নোট উন্মোচন করলেন ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) গভর্নর মার্ক কারনি। পলিমার ব্যাংক নোটটিতে চিত্রশিল্পী জেএমডব্লিউ টার্নারের ছবি ব্যবহার করা হয়েছে। ব্রিটেনের কেন্ট শহরের মারগেটে অবস্থিত টার্নার কনটেমপোরারি গ্যালারিতে নতুন ব্যাংক নোটটি উন্মোচন করেন ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ব্রিটিশ পাউন্ডে স্থান পাওয়া প্রথম কোনো চিত্রশিল্পী হচ্ছেন টার্নার। তিনি উপকূলীয় কেন্ট শহরের মারগেটে বড় হয়েছেন, সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন এবং তার ছবিতে স্থানীয় সৈকতের দৃশ্য স্থান পেয়েছে। এর আগে পলিমারের ৫ ও ১০ পাউন্ডের নোটের অনুসরণে ২০ পাউন্ডের নোটটি বাজারে ছাড়া হচ্ছে। ওই নোট দুটো যথাক্রমে ২০১৬ ও ২০১৭ সালে ছাড়া হয়েছিল। পুরনো কাগজের নোটের স্থলে পলিমারের নোটের দিকে এগোচ্ছে বিওই, কারণ এটা পরিষ্কার, দীর্ঘস্থায়ী ও সহজে নকল করা যায় না। ব্রিটেনের বাজারে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের ২০ পাউন্ডের নোট রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহূত এবং সবচেয়ে জালিয়াতির শিকার হচ্ছে ২০ পাউন্ডের নোট। সূত্র: গার্ডিয়ান


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫