বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ১২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আবদুল খালেক (৬৫) নামের একজন মারা গেছেন। এবছর রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ার এ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

আজ শনিবার সকাল ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল খালেক মারা যান। তিনি ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হক এর ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, শুক্রবার আবদুল খালেক দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন। এরপর শনিবার সকালে তার মৃত্যু হয়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫