এএফএমসিতে মানসিক স্বাস্থ্যের উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: অক্টোবর ১২, ২০১৯

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯ উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান। এএফএমসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এএফএমসির কনসালট্যান্ট ফিজিশিয়ান মেজর জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম ও বিএসএমএমইউর শিশু-কিশোর মনোরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএসআই মল্লিক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এএফএমসির ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান।আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫