ঝিকরগাছায় ঘুষের টাকাসহ রেজিস্ট্রি অফিসের কর্মচারী গ্রেফতার

প্রকাশ: অক্টোবর ১২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরের ঝিকরগাছায় ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকাসহ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বৃহস্পতিবার রাতে ওই দপ্তরে টানা ২ ঘণ্টা তল্লাশি চালিয়ে এ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ওই রাতেই রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাজমুচ্ছায়াদাত জানান, দুদকের হটলাইন ১০৬ নম্বরে করা অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে তারা ঝিকরগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালান। সেখানে টানা ২ ঘণ্টা তল্লাশি চালিয়ে অফিস সহকারী রবিউল ইসলামের আলমারি, রাজস্ববক্স ও টিফিনবক্স থেকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে নগদ রাজস্ব আয় হিসেবে ৪২ হাজার টাকার অনুকূলে রসিদ থাকায় বাকি ১ লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়। রবিউলের বিরুদ্ধে রাতেই মামলা করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫