নওগাঁয় ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ: অক্টোবর ১২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের দংশনে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রামচরণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন রামচরণপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৬) ও তার স্ত্রী মৌসুমী আক্তার (২১)।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, গত বৃহস্পতিবার রাতে তারা রাতের খাবার শেষে ঘুমাতে যান। ঘুমের মধ্যে বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপ দংশন করে। বিষয়টি তারা বুঝতে পেরে চিত্কার দিলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। রাতেই তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে গতকাল ভোরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫