বিউটি সার্কাস আসছে কবে?

প্রকাশ: অক্টোবর ১২, ২০১৯

ফিচার প্রতিবেদক

একটা সময় গ্রামীণ কিংবা শহুরে জীবনের বিনোদনের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছিল সার্কাস যেন নিখাদ আনন্দ বিলিয়ে দিতে সক্ষম ছিল, তাই তো সার্কাস ঘিরে মানুষের ভিড় লেগেই থাকত সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে সার্কাস, তবে এখনো দেশের কিছু অঞ্চলে সার্কাস চলে নিয়মিত রোমাঞ্চ, ভয়, হাসি আর নানা রকম কসরতে দর্শককে খুশি করাই যেন সার্কাস শিল্পীদের উদ্দেশ্য ঠিক এমন উদ্দেশ্য নিয়েই বিউটি সার্কাস চলচ্চিত্রে পর্দার সামনে উপস্থিত হবেন অভিনেত্রী জয়া আহসান সরকারি অনুদান এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন মাহমুদ দিদার

২০১৬ সালে সরকারি অনুদানে শুরু হয় বিউটি সার্কাস চলচ্চিত্রের কাজ এরপর নানা চড়াই উতরাই, কখনো বন্ধ ছিল কাজ, কখনোবা এগিয়েছে আপন গতিতে সার্কাস শিল্পী বিউটি চরিত্রে রূপ দিয়েছেন জয়া বছর তিনেক আগে শুরু হলেও মুক্তির আলো দেখেনি চলচ্চিত্রটি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিউটি সার্কাসের অফিশিয়াল ফেসবুক পেজে ছাড়া হয়েছিল এর প্রথম টিজার সেসঙ্গে জানানো হয়েছিল শিগগিরই পর্দা কাঁপাতে আসছে চলচ্চিত্রটি

কিন্তু এরপর ছয় মাসের বেশি সময় পেরিয়েছে, তবু আসেনি মুক্তির বার্তা দর্শকও যে মুখিয়ে রয়েছেন চলচ্চিত্রের জন্য, তা বলার অপেক্ষা রাখে না মুক্তি প্রসঙ্গে কথা হয়েছে নির্মাতা মাহমুদ দিদারের সঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিউটি সার্কাসের মুক্তির ক্ষেত্রে আর কতটা সময় লাগতে পারে; উত্তরে নির্মাতা জানান শুটিং, ডাবিং সব শেষ হলেও পুরোপুরি শেষ হয়নি সম্পাদনার কাজ বলা যায় এখনো সম্পাদনার টেবিলেই মুক্তির প্রহর গুনছে বিউটি সার্কাস তবে বছরের শেষদিকে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের কাছে হস্তান্তর করব এরপর তারা দিনক্ষণ ঠিক করে তবেই হয়তো ছাড়বে দর্শকের জন্য

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫