দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

বন্ধ চার ঘাট, ১৬টির মধ্যে ফেরি চলছে পাঁচটি

প্রকাশ: অক্টোবর ১১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী ও মানিকগঞ্জ

 দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচলে দুর্ভোগ দুই সপ্তাহেও কাটেনি পদ্মা নদীর ভাঙনে একে একে বন্ধ হয়েছে দৌলতদিয়ার চারটি ঘাট অন্যদিকে তীব্র স্রোতের কারণে রুটের ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে মাত্র পাঁচটি ফলে নদীর উভয় পাড়েই পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে হাজারো যানবাহন

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ১৬টি ফেরি সচল থাকলেও চলাচল করছে মাত্র পাঁচটি মূলত পদ্মা নদীর তীব্র স্রোতের বিপরীতে চলতে না পারায় ১১টি ফেরি পাটুরিয়া ঘাটে বেঁধে রাখা হয়েছে অবস্থায় রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কেরামত আলী, ভাষাশহীদ গোলাম মওলা কাবেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে অন্যদিকে বিআইডব্লিউটিএ কার্যালয় সূত্র জানায়, পদ্মার ভাঙনের কারণে দৌলতদিয়ায় ছয়টি ঘাটের মধ্যে , , নম্বর ঘাট পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হয়েছে শুধু নম্বর ঘাট দিয়ে কোনোমতে ফেরিতে যানবাহন ওঠানামা করানো হচ্ছে

গতকাল বিকালে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়ার সচল দুটি ঘাটের মধ্যে শুধু নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে নম্বর ঘাটটি বন্ধ না করলেও তীব্র স্রোতের কারণে সেটি দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করানো হচ্ছে না

অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করলেও দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় আটকা পড়েছে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ব্যক্তিগত ছোট গাড়ি সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী যাত্রী আব্দুর রহিম মোল্লা বলেন, ঘণ্টা ধরে বসে থেকেও তারা ফেরির নাগাল পাননি অন্যদিকে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাকচালকদের তাদের অনেকেই ঘাট এলাকায় পাঁচ-ছয়দিন ধরে ফেরির অপেক্ষায় রয়েছেন

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহাবুব উল ইসলামসহ কর্মকর্তারা কয়েক দফা ঘাট পরিদর্শন করেছেন এর পরই নম্বর ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে বালির বস্তা ফেলা শুরু হয়েছে চেষ্টা করা হচ্ছে ঘাট সচল করতে

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফলে নৌরুটের পাঁচটি শক্তিশালী ফেরি দিয়ে কোনোমতে যাত্রী জরুরি যানব??


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫