ইউনিটহোল্ডারদের সভা আহ্বানের পরামর্শ কমিশনের

প্রকাশ: অক্টোবর ১১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

 সম্প্রতি মেয়াদি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছরের জন্য বাড়িয়েছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড অন্যদিকে ফান্ডটির তিন-চতুর্থাংশ ইউনিটহোল্ডার এটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য ইউনিটহোল্ডারদের সভা আহ্বান করতে ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে (বিজিআইসি) চিঠি দেয় এমন পরিস্থিতিতে ফান্ডটির টাস্ট্রি বিজিআইসি করণীয় জানতে চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শরণাপন্ন হয় এর পরিপ্রেক্ষিতে প্রচলিত বিধি অনুযায়ী, ইউনিটহোল্ডারদের মিটিং আহ্বানের জন্য ট্রাস্টিকে কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানা গেছে

বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সাইফুর রহমান বণিক বার্তাকে বলেন, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রূপান্তর ইস্যুতে ফান্ডটির ট্রাস্টি বিজিআইসি আমাদের কাছে করণীয় জানতে চেয়েছিল গত রোববার কমিশনের পক্ষ থেকে ট্রাস্টির কাছে বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এতে মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে ব্যবস্থা নিতে ট্রাস্টিকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি

বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গতকাল পর্যন্ত বিএসইসির কাছ থেকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন

সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর বিধি ২৪(১০)() অনুসারে, কোনো একটি স্কিম বা সব স্কিমের ইউনিট মালিকদের তিন-চতুর্থাংশ সভা তলব করলে সেক্ষেত্রে ট্রাস্টি ইউনিট মালিকদের সভা আহ্বান করবে অন্যদিকে মিউচুয়াল ফান্ড বিধিমালার ৫০() বিধি অনুসারে কোনো মেয়াদি ফান্ড বা স্কিমের বিশেষ সভায় উপস্থিত অন্যূন তিন-চতুর্থাংশ ইউনিট মালিকরা স্কিমটির রূপান্তরের পক্ষে প্রস্তাব গ্রহণ করলে কমিশনের অনুমোদনসাপেক্ষে মেয়াদি মিউচুয়াল ফান্ডের স্কিম অথবা স্কিমগুলো বে-মেয়াদি স্কিমে রূপান্তর করা যেতে পারে আর সর্বশেষ গত বছরের অক্টোবরে মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো-সংক্রান্ত বিএসইসির নির্দেশনা অনুসারে, বিদ্যমান তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের সমান আরো একটি মেয়াদে বাড়ানো যাবে তবে এক্ষেত্রে শর্ত হলো, বিদ্যমান কোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদ শুরু থেকে মোট ২০ বছরের বেশি হবে না এছাড়া যেসব মেয়াদি মিউচুয়াল ফান্ড মেয়াদ বাড়াতে ইচ্ছুক নয়, সেগুলো বিধিমোতাবেক রূপান্তর বা অবসায়নের সুযোগও থাকবে

প্রসঙ্গত, বছরের ২৩ আগস্ট সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ছয় মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছরের জন্য বাড়ানো হয় এর মধ্যে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ ২০৩২ সালের ২৩ মে, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ২০৩১ সালের জানুয়ারি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০৩১ সালের


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫