ব্রিটেনে টমাস কুকের সব শাখা কিনল হেইজ ট্রাভেল

প্রকাশ: অক্টোবর ১১, ২০১৯

সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া টমাস কুকের যুক্তরাজ্যের সব তথা ৫৫৫টি দোকান ক্রয়ে সম্মত হয়েছে একই দেশের আরেক পর্যটন সংস্থা হেইজ ট্রাভেল

টমাস কুকের সাবেক ৪২১ কর্মীকেও নিয়োগ দিয়েছে হেইজ সংস্থাটির তরফে প্রকাশিত এক বিবৃতি জানিয়েছে, টমাস কুক অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন সংস্থা এদের কর্মীদের মেধা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমরা সংস্থাটির সাবেক অনেক কর্মীকে আমাদের পথ চলায় পেতে চাই

একই বিবৃতি বলছে, টমাস কুকের সঙ্গে সম্পাদিত চুক্তিতে সংস্থাটির যুক্তরাজ্যের মোট ৫৫৫টি দোকান হেইজ ট্রাভেলের দরকার বলে উল্লেখ করা হয়েছে চুক্তিতে টমাস কুকের সাবেক কর্মীদের বিশাল একটা অংশকে নিয়োগ দেয়ারও কথা রয়েছে

টমাস কুক হঠাৎ করে দেউলিয়া হয়ে পড়ায় বিশ্বের নানা প্রান্তে আটকা পড়েছিলেন সংস্থাটির প্রায় ছয় লাখ গ্রাহক গত সোমবার পর্যন্ত এসব পর্যটকের মধ্যে লাখ ৪০ হাজারকে শান্তিপূর্ণভাবে স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার টমাস কুক দেউলিয়া হয়ে পড়ায় বিশ্বব্যাপী চাকরি হারিয়েছেন ২২ হাজার কর্মী সূত্র: এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫