দুর্নীতিবাজদের ছাড় দেয়া হবে না: রাষ্ট্রপতি

প্রকাশ: অক্টোবর ১০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কিশোরগঞ্জ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে সম্প্রতি বেড়েছে দুর্নীতিও। তাই দেশে এখন দুর্নীতিবিরোধী অভিযান চলছে। যে দুর্নীতি করবে, তাকে আইনের মুখোমুখি করা হবে। দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না।

গতকাল বিকালে কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রপতিকে দেয়া সংবর্ধনা সভায় তিনি কথা বলেন। কিশোরগঞ্জ- (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মো. আফজাল হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মোতাহার।

আবদুল হামিদ বলেন, চলমান শুদ্ধি অভিযানে দলীয় নেতাকর্মীদেরও গ্রেফতার করা হচ্ছে। তাই অন্য কাউকেও আর ছাড় দেয়া হবে না।

সময় রাষ্ট্রপতি স্থানীয়দের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে নীলগঞ্জ থেকে তাড়াইল পর্যন্ত নরসুন্দা নদী খনন, রাজি থেকে কলমা পর্যন্ত রাস্তা নির্মাণ তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫