বাগানবাড়ী-রিঙ্গু সীমান্ত হাট

সড়কের জন্য উদ্বোধন নিয়ে সংশয়

প্রকাশ: অক্টোবর ১০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

 সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী সীমান্তে চালু হতে যাচ্ছে আরো একটি সীমান্ত হাট তবে হাটে যাতায়াতের জন্য নির্মাণাধীন হাজার ৭০০ মিটার সড়কের মধ্যে এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৫০০ মিটারের বাকি অংশের কাজের জন্য এখনো অর্থই বরাদ্দ দেয়া হয়নি এতে নির্ধারিত সময়ের মধ্যে সড়ক নির্মাণ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে সংশ্লিষ্টদের আশঙ্কা, আগামী ডিসেম্বরে হাটটি উদ্বোধনের কথা থাকলেও সড়কের জন্য তা বিলম্বিত হতে পারে

সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলায় সীমান্ত হাটের স্থান নির্ধারণের জন্য বাংলাদেশ ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় সীমান্ত হাটের স্থান নির্ধারণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন সুনামগঞ্জের তত্কালীন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এবং ভারতের সীমান্তবর্তী পূর্ব খাসিয়ার জেলা প্রশাসক শ্রী পিএস ধর সময় বাংলাদেশের বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী ভারতের রিঙ্গু এলাকার জিরো পয়েন্টে সীমান্ত হাটের স্থান নির্ধারণ করা হয় সে অনুযায়ী ২০১৮ সালে শুরু হয় হাট নির্মাণের কাজ এরই মধ্যে হাটের ভারতীয় সীমানায় ১২টি এবং বাংলাদেশের সীমানায় ১৩টি দোকান নির্মাণকাজ প্রায় শেষ ভারতীয় অংশে বর্ডার হাট পর্যন্ত সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে কিন্তু বাংলাদেশ অংশে বোগলাবাজার-বাগানবাড়ী সড়কের কাজ এখনো শেষ হয়নি কারণে স্থানীয়দের চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে অথচ আগামী ডিসেম্বরেই হাট উদ্বোধনের কথা

সূত্র আরো জানায়, প্রস্তাবিত সীমান্ত হাটে যাতায়াতের জন্য বোগলাবাজার থেকে বাগানবাড়ী পর্যন্ত হাজার ৭০০ মিটার সড়ক নির্মাণ হচ্ছে এর মধ্যে ৫০০ মিটারের কাজ হয়েছে বাকি হাজার ২০০ মিটার সড়ক এখনো কাঁচা অংশে সড়ক উন্নয়নের এখনো অর্থই বরাদ্দ পাওয়া যায়নি হাট উদ্বোধনের সময় ঘনিয়ে আসায় সড়ক নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে তবে এখনো প্রস্তাবনা অনুমোদন হয়নি

দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল বলেন, হাটটি চালু হলে অঞ্চলের মানুষ উপকৃত হবে এছাড়াও দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হবে তবে হাটের সঙ্গে বোগলাবাজার ইউনিয়নের সংযোগকারী সড়কের অবস্থা খুব খারাপ ব্যাপারে প্রশাসনের


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫