ঝিনাইদহ সদরে বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার

প্রকাশ: অক্টোবর ১০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ঝিনাইদহ

 ঝিনাইদহ সদর উপজেলায় স্কুল, কলেজ, প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার শিশু শিক্ষার্থীসহ সব শ্রেণীর মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এসব কর্নার স্থাপন করেছে উপজেলা প্রশাসন নিয়মিত কাজের বাইরে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা বিশিষ্টজনেরা

জানা গেছে, চলতি বছর সদর উপজেলা প্রশাসন স্কুল, কলেজ, প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার গড়ে তোলার উদ্যোগ নেয় এরই মধ্যে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তন, নারিকেলবাড়িয়া জেড মাধ্যমিক বিদ্যালয়, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়, পিটিআই, ঝিনাইদহ প্রেস ক্লাব আমেনা খাতুন ডিগ্রি কলেজে মুক্তিযুদ্ধ কর্নার গড়ে তোলা হয়েছে কর্নারে বিভিন্ন চিত্র বিবরণীর মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, মুক্তিযুদ্ধে জেলার অবদান, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, গণহত্যা, ইতিহাস বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ মুক্তিযোদ্ধাদের ত্যাগের তথ্য তুলে ধরা হয়েছে শিশু শিক্ষার্থীসহ সব শ্রেণীর মানুষ কর্নার পরিদর্শনে এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত হচ্ছে

মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শনে আসা মারিয়া নামের এক শিক্ষার্থী বলে, পাঠ্যবই পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি এখন মুক্তিযুদ্ধ কর্নারের ছবি তথ্য দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছি

তরিকুল ইসলাম নামের এক কলেজ শিক্ষক বলেন, মুক্তিযুদ্ধের স্থিরচিত্রগুলো আমাদের মনকে নাড়া দেয় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে আমাদের উৎসাহিত করছে এই কর্নার

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব আলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ কর্নার সহায়ক ভূমিকা পালন করছে শিক্ষার্থীরা অবসর সময়ে আগ্রহ নিয়েই কর্নারে গিয়ে তথ্য জানছে

উদ্যোগের ব্যাপারে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, একটি জাতিকে এগিয়ে যেতে হলে তার শেকড় সম্পর্কে জানাশোনা থাকা উচিত আর আমাদের শেকড় হচ্ছে মুক্তিযুদ্ধ এজন্যই সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করে তোলা, চিন্তা-চেতনায় দেশাত্মবোধ জাতীয়তাবোধ তথা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধ কর্নার গড়ে তোলা হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫