লভ্যাংশ পাঠিয়েছে প্রগ্রেসিভ লাইফ

প্রকাশ: অক্টোবর ১০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য অনুমোদিত ৫ শতাংশ বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া একই হিসাব বছরের জন্য অনুমোদিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ভগ্নাংশ বোনাস শেয়ারের বিপরীতে টাকা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রগ্রেসিভ লাইফ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এটিই কোম্পানিটির সর্বশেষ লভ্যাংশ ঘোষণা। ২০১৩ ও ২০১৪ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০১২ হিসাব বছরে ১৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫