চীনা কর্মকর্তাদের ভিসায় বিধিনিষেধ আরোপ যুক্তরাষ্ট্রের

প্রকাশ: অক্টোবর ১০, ২০১৯

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের লোকদের আটক রাখা এবং নিপীড়ন-সংশ্লিষ্টতায় চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং।

উইঘুর মুসলিম ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের ওপর চীন নিপীড়ন চালাচ্ছে, এ অভিযোগে চীনের ২০টি পাবলিক সিকিউরিটি ব্যুরো ও আটটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করার একদিন পর ভিসায় বিধিনিষেধ আরোপ করল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

কোন কোন চীনা কর্মকর্তা ভিসার ক্ষেত্রে বিধিনিষিধের মুখোমুখি হবেন, তা এখনো নির্দিষ্ট করে জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের সঙ্গে সংগতি রেখে ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।             সূত্র: রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫