কুমিল্লায় ১৫ হাজার ইয়াবা উদ্ধার, শিক্ষকসহ গ্রেফতার ৩

প্রকাশ: অক্টোবর ০৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

 কুমিল্লায় একটি মাইক্রোবাস থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত সোমবার রাতে আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় সময় মাইক্রোবাসটি থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করা হয় ঘটনায় গতকাল কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ শাহিতিকা পল্লী গ্রামের মো. ছিদ্দিকের ছেলে জয়নাল আবেদীন মোল্লা (৪২), মৃত মোজাম্মেল হকের ছেলে মোবারক হোসেন (২৫) ফেনীর দাগনভূঞা থানার খুশিপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মো. কামাল হোসেন (৩৮) এদের মধ্যে জয়নাল আবেদীন মোল্লা কক্সবাজার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মোবারক চট্টগ্রাম সিটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র

মামলার এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মাদক পাচারকারীরা একটি মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানে নামে এর অংশ হিসেবে সোমবার রাতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করে সময় ঢাকা অভিমুখী একটি খয়েরি রঙের মাইক্রোবাস চেকপোস্ট অতিক্রম করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে সেটি আটক করে পরে ওই মাইক্রোবাসের তিন আরোহী জয়নাল আবেদীন মোল্লা, মোবারক হোসেন মো. কামাল হোসেনকে আটক করে তাদের দেহ মাইক্রোবাসটি তল্লাশির মাধ্যমে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় তবে এর আগেই দিদার শাকিল নামের দুই আরোহী পালিয়ে যায়

ডিবির এসআই মো. ইকতিয়ার উদ্দিন জানান, ঘটনায় মামলা করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫