গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ০৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 বরিশালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়ে শামীম হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় শামীম ওই গ্রামের মোকলেস হাওলাদারের ছেলে

পুলিশ জানিয়েছে, শামীম পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে সুন্দরদী মহল্লার মুন্সী বাড়ির পুকুরের কাছে বসে মাদক কেনাবেচার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে শামীম তার সহযোগীরা দৌড় দেয় সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে শামীম মুন্সী বাড়ির পুকুরে ঝাঁপ দেয় প্রায় দেড় ঘণ্টা পুকুর আশপাশে খোঁজাখুজি করে তাকে খুঁজে পাওয়া যায়নি তখন ধারণা করা হয়েছিল, অন্ধকারের মধ্যে পুকুর থেকে উঠে সে পালিয়েছে তবে গতকাল তার মরদেহ ওই পুকুরে ভেসে ওঠে

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, গতকাল সকাল ৮টার দিকে স্থানীয়রা মুন্সী বাড়ির পুকুরে শামীমের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় তাত্ক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ঘটনায় শামীমের ছোট ভাই শফিকুল ইসলাম সাকিব বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫