চাল পেল লালপুরের ৫০০ জেলে

প্রকাশ: অক্টোবর ০৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করায় খাদ্য সহায়তা হিসেবে নাটোরের লালপুরের ৫০০ জেলেকে চাল দেয়া হয়েছে গতকাল উপজেলা প্রশাসন মত্স্য অধিদপ্তরের উদ্যোগে তাদের ২০ কেজি করে চাল দেয়া হয়

জেলেদের মাঝে চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর- (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মত্স্য কর্মকর্তা আবু সামা, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুরের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ

অনুষ্ঠানে উপজেলার লালপুর সদর ইউনিয়ন, ঈশ্বরদী, আড়বাব বিলমাড়িয়া ইউনিয়নের ৫০০ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, লালপুর উপজেলার চারটি ইউনিয়নের মোট ৫০০ জন জেলের বিপরীতে ১০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫