নতুন আঙ্গিকে জাতীয় লিগ

মাঠের লড়াই শুরু কাল

প্রকাশ: অক্টোবর ০৯, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 নতুন আঙ্গিকে ২১তম জাতীয় ক্রিকেট লিগের আসর শুরু কাল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে এবার এসেছে বড় ধরনের পরিবর্তন ক্রিকেটারদের জন্য বেঁধে দেয়া বিপ টেস্ট স্কোর থেকে বাড়িয়ে করা হয় ১১ পয়েন্ট পদ্ধতিতেও এসেছে পরিবর্তন দুই স্তরের জাতীয় লিগে অংশ নিচ্ছে আট দল খেলা হবে ১০ ভেনুতে

প্রথম স্তরে খুলনা, রাজশাহী, ঢাকা রংপুর দ্বিতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে বরিশাল, চট্টগ্রাম, সিলেট ঢাকা মেট্রো বুধবার প্রথম দিনেই মাঠে নামবে আটটি দল প্রথম স্তরে খুলনায় রংপুরের মুখোমুখি হবে তারকা ঠাসা খুলনা ফতুল্লায় এই স্তরের অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা রাজশাহী বিভাগ লড়াইয়ে নামছেন তামিম ইকবাল মাহমুদউল্লাহ মিরপুরে মোকাবেলা করবে তামিমের চট্টগ্রাম মাহমুদউল্লাহর মেট্রো রাজশাহীতে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে সিলেট বিভাগের প্রতিপক্ষ বরিশাল

এবার প্রতিটি জয়ের জন্য পয়েন্ট, টাই হলে দুই দলই পাবে পয়েন্ট করে, ড্র কিংবা পরিত্যক্ত ম্যাচের জন্য প্রতিটি দল পাবে পয়েন্ট ব্যাটিংয়ে ১০০ ওভারে ২৫০-এর পর প্রতিটি রানের জন্য যোগ হবে .০১ পয়েন্ট যার অর্থ স্কোরবোর্ডে ৩১০ রান উঠলে যোগ হবে . পয়েন্ট আর ৩৫০ রান হলে মিলবে পয়েন্ট তবে প্রথম ইনিংসে লিডের জন্য কোনো বোনাস পয়েন্ট নেই বোলিংয়ে বোনাস পয়েন্ট পাওয়া যাবে কেবল প্রথম ইনিংসে ১০০ ওভার বোলিং করে উইকেটের জন্য বরাদ্দ . পয়েন্ট, উইকেটের জন্য পয়েন্ট আর বা তদূর্ধ্ব উইকেটের জন্য মিলবে . পয়েন্ট

ম্যাচ জয়ের ক্ষেত্রে বোনাসে আনা হয়েছে নতুনত্ব টানা দুই জয়ের জন্য বোনাস পয়েন্ট, তিন জয়ে পয়েন্ট এভাবে টানা চার জয়ে পয়েন্ট, পাঁচ জয়ে পয়েন্ট সব ম্যাচ জিতলে মিলবে পয়েন্ট বলাবাহুল্য, সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল শিরোপা জিতবে পয়েন্ট সমান হলে ট্রফি পাবে সর্বাধিক জয়ী দল এখানেও সমতা বিরাজ করলে হেড টু হেড পয়েন্টে এগিয়ে থাকা দল শিরোপা পাবে এখানেও যদি সমতা থাকে তাহলে আসবে দুদলের উইকেটের হিসাব তার পরও যদি সমতা থাকে তাহলে বিবেচনায় নেয়া হবে দুদলের মোট রান

ফিটনেস টেস্টে ১১-এর বাধ্যবাধকতা থাকলেও শর্তসাপেক্ষে সুযোগ পেয়েছেন সোহাগ গাজী, তুষার ইমরান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল,

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫