শেয়ার বিক্রি করবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

প্রকাশ: অক্টোবর ০৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা এমএ কাশেম তার হাতে থাকা ব্যাংকটির ৫৪ লাখ ৯৫ হাজার ৩৭৩টি শেয়ারের মধ্যে তিন লাখ শেয়ার বিক্রি করবেন। ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ পরিমাণ শেয়ার বিক্রি করবেন তিনি।

২০০০ সালে শেয়ারবাজারে আসা এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৮৩ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯২৭ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার রয়েছে ৯২ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার ৯০৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৪১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এনসিসি ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ১৫ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এনসিসি ব্যাংকের সম্মিলিত ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস হয়েছে ৮৮ পয়সা। ৩০ জুন সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৪৭ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫