নাটোর জুট মিলের পাটের গুদামে আগুন

প্রকাশ: অক্টোবর ০৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 নাটোর জুট মিলের একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল ভোরে নাটোর শহরতলির দত্তপাড়ায় বিসিক শিল্প নগরীর ভেতরে অবস্থিত গুদামটিতে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে গুদামে রাখা তিন হাজার মণ পাট পুড়ে গেছে বলে জানিয়েছে মালিকপক্ষ

জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৬টার দিকে বিসিক শিল্প নগরীর ভেতরে অবস্থিত গুদামটিতে আগুন ধরে যায় স্থানীয়রা আগুন ধরার বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের নাটোর বনপাড়া ইউনিটের কর্মীরা এসে ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন

নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি বৈদ্যুতিক শট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে

নাটোর জুট মিলের মালিক শ্যাম আগরওয়ালা বলেন, গুদামটিতে নাটোর জুট মিলের তিন হাজার মণ পাট ছিল সব পুড়ে গেছে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতি কত টাকার হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫