চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ: অক্টোবর ০৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি চুয়াডাঙ্গা

 চুয়াডাঙ্গায় রুনা খাতুন হত্যা মামলায় নিহতের স্বামী সুজন মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে গতকাল বিকালে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ মোহা. রবিউল ইসলাম রায় দেন দণ্ডিত সুজন মিয়া জীবননগর উপজেলার পাথিলা গোরস্তানপাড়ার রেজাউল করিমের ছেলে

আদালত সূত্র জানায়, ভাড়া বাসা পরিবর্তন পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ২৫ অক্টোবর রুনা খাতুনের সঙ্গে তার স্বামী সুজন মিয়ার ঝগড়া হয় একপর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন পরে তিনি স্ত্রীর মরদেহ ফেলে পালিয়ে যান ঘটনায় ওইদিনই নিহতের বাবা বদর উদ্দীন মন্ডল বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা করেন পরে মামলায় পুলিশ সুজন মিয়াকে গ্রেফতার করে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫