হবিগঞ্জে পূজামণ্ডপে বিশৃঙ্খলার দায়ে ৩ বখাটের কারাদণ্ড

প্রকাশ: অক্টোবর ০৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি হবিগঞ্জ

 হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দুর্গা পূজামণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি নারী দর্শনার্থীদের উত্যক্ত করায় তিন বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন হাসান তাদের দণ্ড দেন

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের সাজন মিয়া (৩৬), আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আলম মিয়ার ছেলে রুবেল মিয়া (২০) আউশকান্দি এলাকার নেপাল সরকারের ছেলে অলক সরকার (১৮)

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের নিকটবর্তী মিঠাপুর গ্রামে শ্রী শ্রী ভৈরবান্দ মহাশক্তি দেবালয় দুর্গা পূজামণ্ডপে কিছু মেয়ে পূজা করতে আসে সময় হীরাগঞ্জ বাজারের রাস্তায় বখাটে সাজন, রুবেল অলক তাদের উদ্দেশ করে অশ্লীল মন্তব্য, উত্যক্ত পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বখাটেদের আটক করে রাখে খবর পেয়ে স্থানীয় আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেন

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ-বিন হাসান খবরের সত্যতা নিশ্চিত করেছেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫