নিষ্প্রভ সাকিব ফাইনালে গায়ানা

প্রকাশ: অক্টোবর ০৮, ২০১৯

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গ্রুপ পর্বে ১০ ম্যাচে ১০ জয় তুলে নেয়া গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্লে-অফেও দুর্বার গতকাল ভোরে অনুষ্ঠিত ম্যাচে তারা সাকিব আল হাসানদের বার্বাডোজ ট্রাইডেন্টসকে ৩০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে ম্যাচে বল ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব

আগে ব্যাট করে ব্রেন্ডন কিংয়ের ঝড়ো সেঞ্চুরিতে (৭২ বলে ১৩২) ভর দিয়ে ২১৮ রানের সৌধ গড়ে গায়ানা ১০টি চার ১১টি ছক্কায় ইনিংসটি সাজান কিং এছাড়া অধিনায়ক শোয়েব মালিক হার না মানা ৩২ চন্দ্রপল হেমরাজ ২৭ রান করেন জবাবে উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয় বার্বাডোজ জোনাথন কার্টার সর্বোচ্চ ৪৯ রান করেন এছাড়া অ্যালেক্স হেলস ৩৬, জেসন হোল্ডার ২৯ রান করেন সাকিব করেন বলে রান এর আগে বল হাতে ওভারে ৪৬ রান দিয়ে তিনি উইকেটশূন্য থাকেন

হারলেও ফাইনালে ওঠার সুযোগ এখনো আছে বার্বাডোজের এজন্য শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাদের জিততে হবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে রোববার রাতে এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো (১২৮/) উইকেটে হারায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে (১২৫/) ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫