ধর্ষণের অভিযোগ

নেপালের সাবেক স্পিকার গ্রেফতার

প্রকাশ: অক্টোবর ০৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারা গ্রেফতার হয়েছেন পার্লামেন্ট সচিবালয়ের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের পুলিশ তাকে গ্রেফতার করেছে খবর বিবিসি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যে গত মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার মাহারা পদত্যাগ করেন তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি

কাঠমান্ডুর একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে মাহারাকে গ্রেফতার করে নেপাল পুলিশ গত ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় মাহারা ওই নারী কর্মীকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে

যে শান্তি আলোচনার মাধ্যমে ২০০৬ সালে নেপাল দশককালের গৃহযুদ্ধের সমাপ্তি টেনেছিল, মাহারা ওই আলোচনায় মাওবাদী বিদ্রোহী অংশের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন ২০১৭ সালের নির্বাচনে কট্টর মধ্যপন্থী কমিউনিস্ট দলগুলোর জোট থেকে সংসদ সদস্য পরে স্পিকার হয়েছিলেন তিনি

মঙ্গলবার পদত্যাগের সময় মাহারা জানান, ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন অবশ্য এর আগে ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টিও মাহারাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫