৩০ লাখ ডলারের সুপারকার বুগাতি চিরন

প্রকাশ: অক্টোবর ০৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

একই সঙ্গে সক্ষমতা, সৌন্দর্য ও আয়েশকে ধারণ করেছে বুগাতি চিরন গাড়িটি। দেড় হাজার অশ্বশক্তির ১৬ ইঞ্জিনের গাড়িটি দীর্ঘ সফরের জন্য নকশা করা হয়েছে। চারটি টারবোচার্জারবিশিষ্ট গাড়িটি চালানো বিস্ময়করভাবে বেশ সহজতর। তবে গাড়িটি ব্যবহারে বড় বিড়ম্বনা হচ্ছেসেখানে বড় লাগেজ রাখার জায়গা নেই। বড়সড় লাগেজ ছাড়া লং ড্রাইভে যেতে চাইলে শৌখিন গাড়িচালকদের জন্য বুগাতি চিরন হতে পারে প্রিয় সঙ্গী। লাগেজ বা কিছুটা মালামাল রাখা যায় এ রকম একটি বাস্তবসম্মত মডেলের বুগাতি নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে বলে জানান কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন উইঙ্কেলম্যান। বুগাতি চিরনের নির্মাতারা মনে করে, এটি কোনো পরিবহন নয়। এটি এক ঘূর্ণায়মান স্থাপত্যকলা, যা মানুষ ক্রয় করে এবং প্রশংসা করে, যেমনটা করে তারা কোনো ভাস্কর্যের সঙ্গে। চিরনের মতো আরো হাইপারকার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বুগাতির এবং বাস্তবিক জীবনে কাজে লাগবে এ রকম গাড়ি নিয়ে আসার চেষ্টা করছে ফ্রান্সভিত্তিক কোম্পানিটি। সূত্র: সিএনএন বিজনেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫