রিমান্ড শেষে লোকমান হোসেন ভূঁইয়া কারাগারে

প্রকাশ: অক্টোবর ০৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

চার বোতল মদ রাখার মামলায় তিন দফায় ছয়দিনের রিমান্ড শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল তাকে ঢাকার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে বলেন, আসামি রিমান্ডে চার বোতল বিদেশী মদ হেফাজতে রাখা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই হচ্ছে। এছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদে তার পরিচালিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাসিনো পরিচালনা-সংক্রান্ত কিছু তথ্য প্রদান করেন, যা যাচাই-বাছাই হচ্ছে। আসামি জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা আছে। এজন্য তাকে কারাগারে রাখা প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের কৌঁসুলি মকবুল হোসেন ফকির ঈসমাইল জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী জামিন আবেদন নাকচ করে লোকমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫