জটিলতা নিরসনে বেসরকারি কারিগরি শিক্ষকদের সাত দফা দাবি

প্রকাশ: অক্টোবর ০৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তিসহ বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা কোর্সের নতুন প্রতিষ্ঠান নতুন সিলেবাস অনুমোদন-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

জটিলতা নিরসনের জন্য সাত দফা দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক একেএম মোকছেদুর রহমান বলেন, এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের হাজার ৮৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৫টি এমপিওভুক্তির যোগ্য হিসেবে তালিকায় আছে। কিন্তু তাদের এমপিওভুক্তি বহুদিন ধরে আটকে আছে। তিনি বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর নতুন সিলেবাসের অনুমোদন দেয়াও বন্ধ আছে দীর্ঘদিন ধরে। আমরা চাই বিএম শিক্ষাক্রমের নতুন প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান অনুমতির ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫