বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু আজ

প্রকাশ: অক্টোবর ০৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ-২০১৯শুরু হচ্ছে আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছেআজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি -১৪ অক্টোবর সপ্তাহব্যাপী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ-২০১৯-এর উদ্বোধন করবেন। আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শিশুদের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ১০ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজন করেছে আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া এদিন দুপুর ১২টায়শিশুর প্রারম্ভিক যত্ন, বিকাশ সুরক্ষাবিষয়কএক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫