উদ্বোধনী জুটিতে জবাব লংকানদের

প্রকাশ: অক্টোবর ০৭, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলংকা-এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৬২ রানের লিড পেয়েছে বাংলাদেশ-এ দল। তবে এই সুখস্মৃতি বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারী শিবিরে। কেননা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল শেষ বিকালটা বাংলাদেশের বোলারদের ওপর কর্তৃত্ব করেছেন স্বাগতিক দলের দুই ওপেনার পাথুম নিশাংকা ও সংগীত কুরাই। অবিচ্ছিন্ন জুটিতে ১২৬ রান সংগ্রহ করেছেন দুজনে। পাথুম অপরাজিত আছেন ৭৫ রানে। কুরাই খেলছেন ৫০ রানে। এরই মধ্যে ৬৪ রানের লিড নিয়েছে লংকান-এ দল। হাতে পুরো ১০ উইকেট।

দুই টেস্টের আনঅফিশিয়াল এ সিরিজের প্রথমটি থেকেছে নিষ্ফলা। দ্বিতীয় ও শেষ ম্যাচটিতেও পাওয়া যাচ্ছে ড্রয়ের ইঙ্গিত। আজ হাম্বানটোটায় দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ ও শেষ দিনে বাকি দুই ইনিংসের নিষ্পত্তি হওয়াটা কঠিন। আগের দিনের ২৮৩/৬ নিয়ে খেলতে নেমে বাংলাদেশ-এ দলের প্রথম ইনিংস শেষ হয় ৩৩২ রানে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫