বিদেশী বিনিয়োগ আইন কঠোর করছে জাপান

প্রকাশ: অক্টোবর ০৭, ২০১৯

জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট স্পর্শকাতর খাতগুলোর জাপানি কোম্পানিগুলোয় বিদেশী বিনিয়োগসংক্রান্ত আইন কঠোর করতে যাচ্ছে জাপান সরকার। দেশটির সরকারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্পেস ডেভেলপমেন্ট ও পারমাণবিক জ্বালানির মতো খাতগুলো এর অন্তর্গত হতে যাচ্ছে।

জাপানের জাতীয় সংসদে শিগগিরই এ-সংক্রান্ত বিল উপস্থাপন করতে হবে।

তবে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট নয়, এমন খাতগুলোয় বিদেশী বিনিয়োগ আকর্ষণে নিয়মনীতি শিথিল করার পরিকল্পনা করা হচ্ছে।

সম্প্রতি চীনের মতো দেশগুলোয় স্পর্শকাতর প্রযুক্তির সম্ভাব্য ফাঁস হওয়া নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো বিদেশী বিনিয়োগের ওপর কড়াকড়ি আরোপ করেছে। এবার জাপানও একই পথে হাঁটল।

            সূত্র: জাপানটুডে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫