সীমান্ত বাণিজ্য বাড়াতে থাইল্যান্ড-মিয়ানমারের এমওইউ

প্রকাশ: অক্টোবর ০৭, ২০১৯

মোই নদীর ওপর অবস্থিত দ্বিতীয় থাই-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে সীমান্ত বাণিজ্য জোরদারের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে থাইল্যান্ড। থাই উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী জুরিন লক্ষ্যনাউইত সম্প্রতি এমওইউ স্বাক্ষরের কথা জানিয়েছেন।

থাইল্যান্ডের তাক প্রদেশের মায়ে সত জেলার সঙ্গে মিয়ানমারের মায়াওয়াদ্দি শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে মোই নদীর ওপর অবস্থিত দ্বিতীয় থাই-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজটি।

গণমাধ্যমকে জুরিন বলেন, থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে সেতুটি মধ্যরাত পর্যন্ত খোলা রাখার এবং সীমান্ত বাজারের মানোন্নয়নের বিকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম আট মাসে থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৯ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৭৩ শতাংশ বেশি। এ সময়ের মধ্যে থাইল্যান্ডের রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২২৬ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ কম। তবে আমদানির পরিমাণ বেড়ে ২১৩ কোটি ১০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

            সূত্র: সিনহুয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫