এফডিসিতে ‘শুদ্ধি অভিযান’ চালানোর ইঙ্গিত তথ্যমন্ত্রীর

প্রকাশ: অক্টোবর ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শুদ্ধি অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ। আগে এফডিসিতে যেসব অনিয়ম হয়েছে, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গতকাল চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে আয়োজিত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এফডিসিতে যে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, তা সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। এর জন্য কোনো প্রশিক্ষণ নেই। আবার কিছু কিছু যন্ত্রের পার্টস মিসিং হয়ে গেছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রকম ঘটনা ঘটছে। সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কিছু কিছু চিহ্নিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থাও নেয়া হচ্ছে। আগের মতো এসব আর চলতে দেয়া হবে না।

সময় মন্ত্রী জানান, এফডিসিতে নতুন ভবন নির্মাণের জন্য প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার নির্মাণকাজ খুব দ্রুত শুরু হবে। সেখানে সিনেপ্লেক্স থাকবে। সব আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫