রোহিতের রেকর্ডে দুরন্ত ভারত

প্রকাশ: অক্টোবর ০৬, ২০১৯

যত দ্রুত সম্ভব ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে নামাতে হবে তার আগে অবশ্য বড় লক্ষ্যও দাঁড় করাতে হবে চতুর্থ দিনের শেষ বিকালে ভারতের মূল লক্ষ্য ছিল ঝড়ো ব্যাটিং দায়িত্বের অনেকটাই নিজের কাঁধে নেন দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মা রোহিতের সেই ঝড়ো ব্যাটিংয়ের কাছেই বলি হয়েছে ২৩ বছরের পুরনো এক রেকর্ড ইনিংসের ৫৬তম ওভারে টার্গেট করেন ডেন পিয়েতকে সেই ওভারের শেষ তিন বলে তিনটি ছক্কা মেরে এক টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিজের দখলে নেন ওপেনার দুই ইনিংস মিলিয়ে রোহিতের ছক্কা ১৩টি এর আগে ১২ ছক্কা নিয়ে সবার উপরে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম কিংবদন্তি ওয়াসিম অবশ্য ১২ ছক্কার সবগুলোই এক ইনিংসে মেরেছিলেন তাই ইনিংস বিবেচনায় রেকর্ডটি এখনো তার দখলেই

রোহিত এখন একমাত্র ক্রিকেটার যিনি প্রথমবারের মতো ওপেন করতে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি পেলেন এছাড়া সুনীল গাভাস্কারের পর প্রথম ভারতীয় ওপেনার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি সব মিলিয়ে ভারতীয় হিসেবে তার অবস্থান এখন ষষ্ঠ

রোহিতের দারুণ ইনিংসটির পর দ্রুত রানের গতি বাড়ালেন জাদেজা-কোহলি-রাহানেরা যার ফলে উইকেটে ৩২৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রানের

এরপর রানের মাথায় প্রথম ইনিংসে সেঞ্চুরি করা প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা পরে আলোকস্বল্পতার কারণে উইকেটে ১১ রানে দিন শেষ করে তারা পঞ্চম দিনে ৯৮ ওভার খেলার কথা রয়েছে জিততে হলে এর মধ্যে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩৮৪ রান আর ম্যাচ বাঁচাতে হলে পার করতে সারা দিন অন্যদিকে ভারতের প্রয়োজন উইকেট শেষ দিনে তাই নানামুখী রোমাঞ্চের জন্ম দিতে পারে ম্যাচ

আগের দিনের ৩৮৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন সেনুরান মুতোস্যামি কেশব মহারাজ পরে মুতোস্যামি ৩৩ রানে অপরাজিত থাকলেও বাকিরা একে একে ফিরতে থাকেন একপর্যায়ে ৪৩১ রানে অলআউট হয় প্রোটিয়ারা উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫