দালিলাহ মুহাম্মদের বিশ্বরেকর্ড

প্রকাশ: অক্টোবর ০৬, ২০১৯

নতুন বিশ্ব রেকর্ড গড়ে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের দালিলাহ মুহাম্মদ কাতারের দোহায় চলমান অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাতের ইভেন্টে রেকর্ড ৫২ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতে নেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন দালিলাহ তার স্বদেশী সিডনি ম্যাকলফলিন রৌপ্য জ্যামাইকার রাশেল ক্লেইটন ব্রোঞ্জ জিতেছেন

গত জুলাইয়ে ৫২ দশমিক ২০ সেকেন্ড টাইমিং করে বিশ্ব রেকর্ড গড়েন ২৯ বছর বয়সী দালিলাহ, এবার সেটিকেও পেছনে ফেলে রেকর্ডটা লিখলেন নতুন করে জয় শেষে দালিলাহর প্রতিক্রিয়া, আমি বিশ্ব শিরোপাই জিততে চেয়েছিলাম কিন্তু পথে বিশ্ব রেকর্ড দারুণ ব্যাপার হলো আমি শুরু থেকেই এজন্য (শিরোপা) দৌড়েছি এখনো আমার ঘোর কাটেনি, দারুণ লাগছে

তবে শুক্রবার দর্শকদের আনন্দের উপলক্ষ বয়ে এনেছিলেন হাইজাম্পার মুতাজ ইসা ব্রাশিম দশমিক ৩৭ মিটার উচ্চতায় লাফিয়ে ঘরের মাঠে স্বর্ণ জেতেন ২৮ বছর বয়সী তারকা নিরপেক্ষ দেশের পতাকা নিয়ে লড়া দুই রুশ জাম্পার মিখাইল আকিমেঙ্কো ইলিয়া ইভানিউক যথাক্রমে রৌপ্য ব্রোঞ্জ জিতেছেন

ছেলেদের ৪০০ মিটার দৌড়ে ৪৩ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাহামার স্টিভেন গার্ডিনার হারিকেন ঝড়ে বিধ্বস্ত বাহামার মানুষদের জয় উৎসর্গ করেন তিনি মেয়েদের চাতকি নিক্ষেপে কিউবার ইয়াইমে পেরেজ, ছেলেদের ২০ কিলোমিটার হাঁটায় জাপানের তোশিকাজু ইয়ামানিশি স্বর্ণ জিতেছেন এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫