২ অস্ট্রেলীয়কে মুক্তি দিয়েছে ইরান

প্রকাশ: অক্টোবর ০৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 ইরানে আটক এক অস্ট্রেলিয়ান নাগরিক এবং তার ব্রিটিশ-অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডকে মুক্তি দিয়েছে ইরান গতকাল অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারাইজ পেইন তথ্য নিশ্চিত করেন খবর গার্ডিয়ান

এক সংবাদ বিবৃতিতে পেইন বলেছেন, বেশ স্বস্তির সঙ্গে ঘোষণা করছি, তাদের মুক্তি দেয়া হয়েছে এবং তারা অস্ট্রেলিয়ায় ফিরেছেন

তিনি জানান, দুজনের মুক্তির ব্যাপারে ইরানের সঙ্গে বেশ সংবেদনশীল আলোচনা চালিয়েছে অস্ট্রেলিয়া সরকার আটক অবস্থায় তাদের সঙ্গে যেন যথাযথ আচরণ করা হয়, তা নিশ্চিতেও সহায়তা করেছে সরকার তাদের দুজনের বিরুদ্ধে সব অভিযোগও ইরান প্রত্যাহার করেছে বলে জানান পেইন

গত মাসে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান তরুণী জলি কিং তার ছেলেবন্ধু মার্ক ফার্কিনসহ তিনজনকে আটকের কথা জানায় ইরান তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল তেহরান

এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, আটক অন্য অস্ট্রেলীয় নারী কাইল মুর-গিলবার্ট এখনো তেহরানের কুখ্যাত এভিন কারাগারে আটক রয়েছেন ১০ বছরের কারাদণ্ড পাওয়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাইলের মুক্তির ব্যাপারে কথা চলছে বলে জানান পেইন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫