কান্নার ইতিহাস শেষ

প্রকাশ: অক্টোবর ০৫, ২০১৯

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অলিম্পিকে স্বর্ণ জিততে না পেরে বহুবার চোখের জল ফেলেছেন ক্যাটারিনা জনসন-থম্পসন তবে ব্রিটিশ কন্যার কান্নার ইতিহাস শেষ হলো কাতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পরশু রাতে মেয়েদের হেপটাথলনে স্বর্ণ জয় করেন ২৬ বছর বয়সী ক্যাটারিনা

গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের নাফিসাতু থিয়ামকে হারিয়ে স্বর্ণ জয় করাটা ক্যাটারিনার জন্য বিরাট কৃতিত্বেরই, কেনান থিয়াম ছিলেন হট ফেভারিট সাত ডিসিপ্লিনের সমন্বয়ে গড়া হেপটাথলনে মোট হাজার ৯৮১ পয়েন্ট নিয়ে স্বর্ণ জয় করেন ক্যাটারিনা, হাজার ৬৭৭ পয়েন্ট নিয়ে রৌপ্য পান থিয়াম, আর ব্রোঞ্জজয়ী অস্ট্রিয়ার ভেরেনা প্রেইনারের হাজার ৫৬০ পয়েন্ট

২০১৫ আসরে লং জাম্পে তিন তিনবার ফাউল করেন রিও অলিম্পিকে গোলক নিক্ষেপ আর বর্ষা নিক্ষেপে ভালো করতে পারেননি ২০১৭ সালে লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিভীষিকার এক হাই জাম্প তার স্বপ্ন কেড়ে নেয় তবে এবার আর ব্যর্থ হয়ে ফিরছেন না পরশু জয় শেষে তিনি বলেন, এটা পাগলাটে ব্যাপার, সত্যিই আমার জন্য পাগলাটে রাত গত দুটি আসরে হেপটাথলনের মধ্যপথে নিজের ভুলের জন্য আমি হোটেলে ফিরে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি একই ঘটনা ঘটে ২০১৭ সালে লন্ডন গেমসে হাই জাম্পের পর এবং ২০১৫ সালের বেইজিং গেমসে লং জাম্পের পর

এদিকে ফেভারিট বাহামার শনে মিলার-উইবোকে চমকে দিয়ে মেয়েদের ৪০০ মিটারে স্বর্ণ জিতলেন বাহরাইনের সালওয়া ইদ নাসের এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫