বেনাপোল স্থলবন্দর

৪৭ বছরেও হয়নি বিএসটিআই বিসিএসআইআরের শাখা

প্রকাশ: অক্টোবর ০৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের যাত্রা হয় ৪৭ বছর আগে পথচলার প্রায় পাঁচ দশক হতে চললেও বন্দরটিতে এখনো প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি বিশেষ করে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কোনো শাখা না থাকায় এখানে খাদ্যদ্রব্যসহ অনেক পণ্যই পরীক্ষা করা সম্ভব হয় না ফলে দুর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার হন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, সীমিত পর্যায়ে কিছু পণ্যের পরীক্ষণ শুরু হয়েছে এখানে

জানা গেছে, বিদেশ থেকে আমদানি পণ্য বন্দরে খালাসের আগে পরীক্ষণ বাধ্যতামূলক বেনাপোল বন্দর দিয়ে বছরে বিভিন্ন ধরনের সাড়ে তিন শতাধিক পণ্য আমদানি হয়, যার মধ্যে খাদ্যের কাঁচামাল, কসমেটিকস শিল্প-কারখানার কেমিক্যালজাতীয় ৫৫টি পণ্য পরীক্ষণ সার্টিফিকেট ছাড়া খালাস করা যায় না অথচ পরীক্ষণের কোনো ব্যবস্থা নেই বেনাপোলে

বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান, খাদ্যদ্রব্যের কাঁচামাল, কসমেটিকসসহ কয়েকটি পণ্যের নমুনা বন্দরের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনতে হয় পরীক্ষণের প্রতিবেদন আসতে কখনো কখনো এক মাসেরও বেশি সময় লেগে যায় এতে একদিকে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হন, অন্যদিকে বন্দরে লম্বা সময় চালান আটকে থাকায় পণ্যের গুণগত মানও নষ্ট হয় উদ্ভূত পরিস্থিতিতে বেনাপোল স্থলবন্দরে পণ্য পরীক্ষণের নিজস্ব ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা

আমদানিকারক রেজোয়ান আহমেদ বলেন, বন্দরে পণ্য পরীক্ষণের ব্যবস্থা না থাকায় খুলনা বা ঢাকা থেকে নমুনা পরীক্ষা করাতে ১৫ থেকে ২০ দিন আবার কখনো এক মাসের বেশি সময় লেগে যায় ভারত থেকে যেসব পণ্য বেনাপোল বন্দরের মাধ্যমে আমদানি হয়, তার বড় একটি অংশ খাদ্যদ্রব্য আর শিশুখাদ্য পরীক্ষণে অনেক বেশি সময় লাগায় দীর্ঘদিন ধরে এসব পণ্য বন্দরে পড়ে থাকে এতে অনেক সময় পণ্যমানও নষ্ট হয়ে যায় পাশাপাশি আমদানি পণ্য বন্দর শেডে বা ট্রাকে রেখে মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের

বন্দরে পরীক্ষণ ব্যবস্থা না থাকাকে বড় সমস্যা উল্লেখ করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, একটি পণ্য আমদানি করতে এলসিসহ ধাপে ধাপে বিভিন্ন খরচ আছে পরীক্ষণ সমস্যায় লম্বা সময় পণ্যের চালান আটকে থাকলে বাড়তি সব খরচ ব্যবসায়ীদের বহন করতে হয় এছাড়া সময়মতো কাঁচামাল কারখানায় না পৌঁছলে ব্যাহত হয় উৎপাদন কার্যক্রম

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ল্যান্ডপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, পরীক্ষা করাতে হয় এমন অনেক পণ্য ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি করা হয় কিন্তু ওপারে চার থেকে পাঁচদিনের মধ্যে পণ্যের প্রতিবেদন -মেইলের মাধ্যমে পাওয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫