বিক্ষোভ দমন

ঔপনিবেশিক যুুগের জরুরি আইন প্রয়োগ করছে হংকং

প্রকাশ: অক্টোবর ০৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম শহরটিতে চলমান বিক্ষোভ দমনে ৫০ বছরের বেশি পুরনো জরুরি আইন ঘোষণা করেছেন গতকাল ঔপনিবেশিক যুগের আইন ৫০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রয়োগ করা হলো খবর রয়টার্স

আজ থেকে শহরটিতে মাস্কের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানান ক্যারি লাম ঘোষিত জরুরি আইনের অধীনে জনস্বার্থে যেকোনো ধরনের নীতিমালা তৈরি ক্ষমতা থাকছে শহরটির কর্তৃপক্ষের কাছে

ব্রিটিশদের প্রণীত জরুরি আইনের ভিত্তিতে কারফিউ জারি, গণমাধ্যমের ওপর সেন্সরশিপ, সমুদ্রবন্দর, পোতাশ্রয় পরিবহন খাতে যেকোনো ধরনের বিধিনিষেধ আরোপের বৈধতা পাবে লাম প্রশাসন এদিকে আজ থেকে মাস্ক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের কথা জানালেও জরুরি আইনের আলোকে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি

প্রসঙ্গত, চলমান বিক্ষোভ দমনে জরুরি অবস্থার আশ্রয় নেয়ার কথা বলা হলেও আসলে তা কতটুকু কার্যকর হবে, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না

গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরটির সেন্ট্রাল ডিস্ট্রিকের বিভিন্ন জায়গায় কিছু বিক্ষোভকারী চীনের পতাকায় আগুন ধরিয়ে দেন এদিকে চীনের পতাকায় আগুন দিয়ে বিক্ষোভকারীরা আমাদের সঙ্গে তোমারও মরণ হোক বলে স্লোগান দিতে থাকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকাটির বিভিন্ন প্রান্তে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করে

একদিকে লামের জরুরি অবস্থা ঘোষণা, অন্যদিকে বিক্ষোভকারীদের রাস্তায় নামায় সহিংসতার আশঙ্কা তৈরি হওয়ায় সেন্ট্রাল ডিস্ট্রিকের দোকানপাট নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে

মাস্ক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে স্যামুয়েল ইয়েয়ুং নামে ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, মাস্কবিরোধী আইন স্বৈরশাসকের একটি হাতিয়ার মাত্র জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সরকার নিজের খেয়ালখুশি মতো আইন বা নীতিমালা প্রণয়ন করতে পারবে ফলে হংকংয়ে আইনের শাসন বলে আর কিছু থাকল না তো আমরা বিক্ষোভকারীরা যা পারি, তা হলো ঐক্যবদ্ধ হওয়া প্রতিরোধ গড়ে তোলা

উল্লেখ্য, প্রায় চার মাস আগে একটি বহিঃসমর্পণ বিলকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সম্প্রতি আরো তীব্র হয়েছে বিলটি এরই মধ্যে বাতিল করা হলেও অন্যান্য ইস্যুতে আন্দোলন অব্যাহত রয়েছে গণচীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে গত মঙ্গলবার চীনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ-বিক্ষোভকারীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫