সৌদিতে হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থান কমায়নি ইরান —জিম ম্যালয়

প্রকাশ: অক্টোবর ০৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

গত মাসের মাঝামাঝি সৌদি আরবের ওপর হামলার পর মধ্যপ্রাচ্যে নিজের সামরিক অবস্থান একটুও কমায়নি ইরান গতকাল মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তা রয়টার্সকে কথা জানিয়েছেন তিনি আরো বলেন, অঞ্চলটিতে সহিংসতা কমলেও ইরানের অবস্থানের কারণে উত্তেজনা বহাল রয়েছে খবর রয়টার্স

রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে মার্কিন নৌবাহিনীর বাহরাইনভিত্তিক পঞ্চম বহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জিম ম্যালয় বলেন, আমার মনে হয় তারা নিজেদের অবস্থান থেকে একদমই পিছিয়ে আসেনি 

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি তেল স্থাপনায় হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রিটেন, ফ্রান্স জার্মানি হামলার পেছনে জড়িত থাকার জন্য প্রকাশ্যে ইরানকে দায়ী করেছে অন্যদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান তেহরানের মদদপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে

মধ্যপ্রাচ্যে তেহরানের সামরিক অবস্থান নিয়ে মূল্যায়নে যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা তথ্যের উল্লেখ করেননি ম্যালয় তবে তিনি স্বীকার করে নেন যে, তিনি অত্যন্ত নিবিড়ভাবে ইরানের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোয় কোনো উদ্বেগজনক ক্ষেপণাস্ত্র পরিবহন দেখা গেছে কিনা, সে সম্পর্কে ম্যালয় বলেন, নিয়মিতভাবেই ইরানি ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র হয় মজুদ করা হচ্ছে অথবা মজুদ থেকে বের করা হচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫