প্রফুল্ল রায়ের ছোটগল্প হলো গৌতমের রাহগির

প্রকাশ: অক্টোবর ০৫, ২০১৯

গৌতম ঘোষের রাহগির (পথিক) ছবিতে এক সহায়সম্বলহীন পুরুষ আর এক নারী দূরের ঝাড়খণ্ডের শহরের উদ্দেশে চলেছে আয়-রোজগারের আশায় পুরুষটির বয়স (আদিল হোসেন) চল্লিশের মতো, আর মেয়েটি (তিলোত্তমা সোম) দুই সন্তানের মা, ঘরে আরো আছে পক্ষাঘাতগ্রস্ত স্বামী (ওমকার দাস মানিকপুরি) প্রবল অবিশ্রান্ত বর্ষণে তাদের পথচলা প্রায় দুঃসাধ্য হয়েছে, সেই দুর্গম কর্দমাক্ত পথেই দুজনের পরিচয়

কিন্তু তাদের পথচলায় হঠাৎ বিরতি পড়ে যায় কাদায় আটকে পড়া এক মোটরগাড়ির কারণে গাড়ির চালক (নীরাজ কবি) এক বয়স্ক অসুস্থ দম্পতিকে নিয়ে হাসপাতালে চলেছে পথচারী দুজনকে সে জানাল শহরের হাসপাতালে পৌঁছতে না পারলে রোগীদের বাঁচানো সম্ভব হবে না আর কাদা থেকে গাড়িটাকে টেনে তুলতে ওদের দুজনের সাহায্য তার খুবই দরকার কিন্তু ড্রাইভারের অনুরোধ রাখতে গেলে এই দুই কাজসন্ধানী নারী-পুরুষের সময়মতো শহরে পৌঁছানো হবে না আর শহরে পৌঁছতে না পারলে তাদের কোনো কাজও জুটবে না

রাহগিরের প্রিমিয়ার হওয়ার কথা আছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, উৎসব শুরু হয়েছে অক্টোবর, চলবে ১২ তারিখ পর্যন্ত রাহগির ছবির কাহিনী নেয়া হয়েছে প্রফুল্ল রায়ের ছোটগল্প বর্ষায় একদিন থেকে মূল গল্পে পটভূমি ছিল বিহার, আর চলচ্চিত্রে পরিচালক বেছে নিয়েছেন ঝাড়খণ্ডের গ্রাম

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫