রংপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: অক্টোবর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

রংপুরের কাউনিয়া রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন ট্রেনযাত্রী। নিহতের নাম আপেল মাহমুদ। তিনি গাইবান্ধা কমিউনিটি নার্সিং কলেজের শিক্ষার্থী।

কাউনিয়া রেলস্টেশনের মাস্টার আবদুর রশীদ জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর গতকাল বিকাল সোয়া ৪টার দিকে চালক ইঞ্জিন ঘোরাচ্ছিলেন। সময় ইঞ্জিনটি ব্রেক ফেল করে প্রচণ্ড গতিতে বগিতে ধাক্কা দেয়। এতে ট্রেনের নং বগির মাঝের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আপেল মাহমুদ নিহত হন, আহত হন অন্তত ৫০ জন যাত্রী। খবর পেয়ে রংপুর কাউনিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রায় ৩০ জন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এছাড়া কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫