বাংলাদেশ ছেড়ে যাচ্ছে না সানোফি

প্রকাশ: অক্টোবর ০৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে নিজেদের শাখা প্রতিষ্ঠান গুটিয়ে নিচ্ছে না আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ প্রস্তুত বাজারজাতকারী প্রতিষ্ঠান সানোফি। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সানোফির কান্ট্রি চেয়ার অ্যান্ড জেনারেল ম্যানেজার রামপ্রসাদ ভাট ম্যানেজিং ডিরেক্টর মুঈন উদ্দিন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, দেশ ছেড়ে চলে যাচ্ছে সানোফি। দেশের অনৈতিক বিপণন ব্যবস্থাকে দায়ী করে তাদের সব পণ্যসহ চলে যাচ্ছে সানোফি, যা নিছক গুজব।

ফরাসি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে ১৯৫৮ সাল থেকে। সানোফি বাংলাদেশ লিমিটেডের মোট শেয়ারের মধ্যে ৪৫ দশমিক ৩৬ শতাংশ মালিকানা বাংলাদেশ সরকারের। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। বাকি অংশের মালিকানায় রয়েছে সানোফি। দেশে তাদের এক হাজার কর্মী রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫