নিউজিল্যান্ড-বাংলাদেশ

যুবাদের টানা দ্বিতীয় জয়

প্রকাশ: অক্টোবর ০৪, ২০১৯

ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লিংকনে গতকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যুবারা জিতেছে উইকেটের ব্যবধানে

আগে ব্যাটিং করে উইকেটে ২৪২ রান তোলে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল থমাস জোহরাব ১১২ রান করলেও কিউইরা আড়াইশ পায়নি অন্যদের ব্যর্থতায় দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ওলিয়ে হোয়াইট কিউইদের অল্প রানে আটকে দেয়ার কৃতিত্ব দেখান বাংলাদেশ বোলাররা মৃত্যুঞ্জয় চৌধুরী ৪১ রানে দুই উইকেট নেন

রান তাড়া করতে নেমে ৩১ রানের মাথায় পারভেজ হোসেন ইমনকে হারালেও তানজিদ হাসান মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভর দিয়ে ২১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ তানজিদ ৬৫ রান করে আদিত্য অশোকের শিকার হন তবে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে তবেই প্যাভিলিয়নে ফেরেন জয় ১২৫ বলে ৯৯ রান করে তিনি যখন আউট হন, ততক্ষণে দল পৌঁছে যায় ২৩৫ রানে তৃতীয় উইকেটে তৌহিদ হূদয়কে (৪০) নিয়ে ৭৭ চতুর্থ উইকেটে শামীম হোসেনকে (১৫) নিয়ে ৩২ রান যোগ করে জয়ই নিশ্চিত করেন বাংলাদেশের জয়

আগামী রোববার তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ যুবাদের তবে সিরিজ জয়ের সুযোগ থাকবে পরের দুই ম্যাচেও বুধবার চতুর্থ পরের রোববার পঞ্চম শেষ ওয়ানডে সবগুলো ম্যাচের ভেনু লিংকন ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪২/ (জোহরাব ১১২, হোয়াইট ৩০, মৃত্যুঞ্জয় /৪১, শামীম /৩৫, রাকিবুল /৪০, সাকিব /৪৪) বাংলাদেশ: ৪৬. ওভারে ২৪৩/ (জয় ৯৯, তানজিদ ৬৫, হূদয় ৪০, শামীম ১৫*; ম্যাকেঞ্জি /৩৯) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উইকেটে জয়ী সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ - ব্যবধানে এগিয়ে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫