মৃত ফুটবলারের দলবদল ‘ফি’ নিয়ে লড়ছে দুই ক্লাব

প্রকাশ: অক্টোবর ০৪, ২০১৯

গত জানুয়ারির শীতকালীন দলবদলে ফরাসি ক্লাব নতে থেকে ওয়েলসের কার্ডিফ সিটিতে নাম লেখান আর্জেন্টাইন ফরোয়ার্ড এমিলিয়ানো সালা নতুন ক্লাবে যোগ দিতে ফ্রান্স থেকে একটি ভাড়া করা বিমানে রওনা দেন সালা বিমানের পাইলট ডেভিড ইবোস্টন পথে বৈরী আবহাওয়ায় পড়ে বিমানটি ইংলিশ চ্যানেলের কাছাকাছি বিধ্বস্ত হলে দুজনই মারা যান ২৮ বছর বয়সী ফুটবলার মারা যাওয়ার নয় মাস পরও তার দলবদল ফি নিয়ে দুই ক্লাবের মধ্যে বিবাদের অবসান ঘটেনি ফিফার আদালত থেকে এখন সেটি যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে

ফি নিয়ে বিবাদের মীমাংসার ভার পড়ে ফিফার ওপর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি সপ্তাহে কার্ডিফকে ফির প্রথম কিস্তির ৬০ লাখ ইউরো (৬৫ লাখ ডলার) পরিশোধ করার নির্দেশ দেয় তবে ফিফার নির্দেশনা মনঃপূত হয়নি কার্ডিফের তাই ওয়েলসভিত্তিক ক্লাবটি এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা ফিফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করবে

বিবিসি জানায়, দুর্ঘটনার আগে ফি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়েই ছিল এবং ১৭ মিলিয়ন ইউরো ফির প্রথম কিস্তি পরিশোধের কথা ছিল জানুয়ারিতে এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের কথা ২০২০ সালের জানুয়ারিতে এরই মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে খেলোয়াড়টি মারা গেলে পরিস্থিতি পাল্টে যায় খেলোয়াড়টিকে নিজেদের তাঁবুতে না পেয়ে কার্ডিফও ফি দিতে গরিমসি করতে থাকে তারা জানায়, সালা আনুষ্ঠানিকভাবে কার্ডিফে যোগ না দেয়ায় তারা ফি পরিশোধে বাধ্য নয়

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে বর্তমানে চ্যাম্পিয়নশিপে খেলা কার্ডিফ যুক্তি দেখায়, চুক্তির সংশোধিত কাগজে স্বাক্ষর করেননি সালা এবং চুক্তিটিও সম্পন্ন হয়নি বলে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সিদ্ধান্তে তারা যারপরনাই হতাশ এক বিবৃতিতে ওয়েলসের ক্লাবটি জানায়, কার্ডিফ সিটি ফিফাকে যে তথ্যাদি সরবরাহ করেছে, তার পুরোটা না দেখে তারা একটি ছোট বিষয়ের প্রেক্ষাপট থেকে সিদ্ধান্তে উপনীত হয়েছে অধিকন্তু চুক্তিটি যে সম্পন্ন হয়নি, তার সুস্পষ্ট প্রমাণও রয়েছে একটি চুক্তিতে কাগজপত্রসহ বেশকিছু তথ্যাদির প্রয়োজন পড়ে, যা এখানে তৈরি ছিল না, ফলে চুক্তিটিও বাতিল প্রমাণিত হয় আমরা নিয়ে ক্রীড়া আদালতে আপিল করব এবং দুই ক্লাবের মধ্যে চলমান বিবাদ নিয়ে পরিপূর্ণ আইনি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইব

নিজেদের নির্দেশনার ব্যাপারে ফিফা বলছে, মর্মান্তিক দুর্ঘটনার পর সৃষ্ট পরিস্থিতির বিচার করার ক্ষেত্রে তারা কখনই নিজেদের


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫